বসন্ত

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
চকিতে শুনিলাম দূর কোনো পথে কে যেন ডাকিয়া কয় চোখ তোলো মেয়ে, প্রদীপ জ্বালো ফাগুন যে চলে যায়? বাতায়ন পথে চাহিয়া দূরে মাতাল হাওয়াকে ডাকি শুধালাম আমি উচ্ছ¡াস ভরে বসন্ত এসেছে নাকি? নব সৃষ্টির মাধুরী মিশায়ে কইল হাতিয়া সে হৃদয়ের এত আকুলতা দেখেও বোঝে না আমি যে কে? যে তোমারে কাঙাল সাজালো যে করিল শুধু হেলা তাহার লাগিয়া দূরে কেন রাখ মধু বসন্ত বেলা? দ্বার খোলো মেয়ে চোখ তুলে দেখ, আমি যে রয়েছি চেয়ে কবে যাবে তুমি এই পথ দিয়ে জীবনের গান গেয়ে।