উত্থানের উত্তরপর্ব

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

ফকির ইলিয়াস
জীবনের উত্থানগুলো সবসময়ই রক্তাক্ত হয়। যারা জাগরণের পক্ষে পুরো আয়ুই \হজমা রেখে দিন কাটায়- \হতারা জানে আরেকটি জনম পেলেও কাজগুলো শেষ করে যাওয়া যেত না। একটি বিশুদ্ধ পৃথিবীর জন্য নির্মাণ করা যেত না আরও কয়েকটি গোল গোল চাঁদ! তবু মগ্নতার মায়া কারও কারও জন্য পথে পথে সাজিয়ে রাখে নিঃশ্বাসের বনস্পতি। কিছু কিছু স্ফূলিঙ্গ দেখে প্রজন্ম হাত তোলে। কিছু কিছু প্রজাপতি ডানায় ডানায় ফেরি করে মেঘ আর মোমের রং। ঘুরোঘুরি করে \হমানুষের আশপাশে। জীবন রং ভালোবাসে। আর তা যদি হয় রক্তের রং- তাহলে ধরে নেওয়া যায় \হনতুন সূর্য উঠবেই। নতুন পাতাময় বৃক্ষ \হআবার ছায়া দেবে মানুষকে।