কানামাছি

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

রফিকুল নাজিম
কানামাছি খেলবে বলে এক দিন আমার চোখে নকশি রুমাল বেঁধে দিয়েছিলে। তারপর আমি পৃথিবীকে দেখতে যাইনি আর সুউচ্চ পাহাড় থেকে বিস্তৃত সুনীল সাগর, সবুজ পাতার সংসার কিংবা লাল টুকটুকে গোলাপকেও আমার কাছে কালো রঙের মনে হয়! প্রতিরাতে আমি অন্ধকার পেটে হাতড়ে বেড়াই তোমাকে একবার ছোঁয়ার অভিপ্রায়ে.. আমি শুধু তোমাকে ছুঁতে পারি না অন্ধকার দেওয়ালে বেদনার ছাপচিত্র হাঁটে অযাচিত ব্যথা বাড়ে জ্যামিতিক হারে নীল বিষের ছোবলে আমিও প্রত্যাখ্যাত হই রোজ।