ব্যথায় ভ্রমণ

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

হাসান নাজমুল
রাতের উন্মুক্ত মাঠ হয়ে পাঠ করি ব্যথাশাস্ত্র, আমার পাঠের রন্ধ্রে রন্ধ্রে পাই ব্যথার সৌরভ রাত্রি মাঠ থেকে হঠাৎ হারাই সুগন্ধি ঢেউয়ে, তারপর শূন্যে ঘুড়ি হয়ে উড়ি; জেগে স্বপ্ন দেখে কেবলই পড়ি জীবনের তৃপ্ত তৃণের উপর সবুজের কোলে, আমার হৃদয়ে আজ আর নেই কোনো দিন চিহ্ন নির্দিষ্ট নিভৃত দিকচিহ্নগুলো আমাকে করেছে গ্রাস একেবারে; রাতের আন্ধকারে আমি শুধু পড়ি সবুজের কোলে, ব্যথায় ভ্রমণ কী যে আনন্দের!