ধ্বনির প্রয়াস

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

স্বপ্নীল ফিরোজ
সকালের রোদ শ্রাবণের বৃষ্টির মতো ব্যাকুল কিন্তু মুখর নয়। জীবন যদি ডুবে যেত সূর্যের মতো তবে দ্বিপ্রহরেই তোমাকে বিদায় জানাতাম। অথবা পুনরুত্থানের গল্পগুলো যদি পাড়ি দিতে পারত আটলান্টিক তাহলেও কথা ছিল। কূপের জলে যে সংশয়টুকু এখনো বেঁচে আছে সেখানে তোমাকে মাঝে মাঝে দেখা যায়। শেষ বিকেলের আলো এত কথা বলে যে, গাছেরাও আজ হাঁটা দিল পাখিদের আগে। রাতের আয়োজন চলছে আর কাব্য থেকে একটানা ঝরে পড়ছে ধ্বনির প্রয়াস। খইয়ের মতো পুড়ে পুড়ে ফুটছে কেবল নীরব-নিথর প্রাণ।