বকুল সন্ধ্যামালতী দাও

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

শাহীন মাহমুদ
আষাঢ়ের তুমুলবৃষ্টি ভেসে যাচ্ছে কদম কেয়া কামিনী তুমি বললে জানালা খুলে দাও ছুঁয়ে দেখ বৃষ্টির ভেজাচুল, নিতম্বের ভাঁজ দুহাতে কোষ ভরে বুকে টেনে নাও কিছু নেউটা শব্দমালা দেখবে কবিতা তোমাকে আঁকড়ে ধরবে ফুলস্নরা হয়ে। আমি আষাঢ়ের বৃষ্টিতে ভিজব বলে তোমাকে চেয়েছিলাম তুমি বললে- 'আমি বাপু ওইসবে নেই' শুনো মেয়ে-দেবশয়নী একাদশী সমাগত ভগবান বিষ্ণু এখন ঘুমোবে পদাবলি ঝুলে থাক চারমাস দূর থেকে প্রেম নাও বকুল সন্ধ্যামালতি দাও গুরুপূর্ণিমায় যতনে রাখ প্রেম পাঠিয়ে দাও অলকানন্দার মালা।