ব্যবসা

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

দ্বীপ সরকার
মোহনীয় সুরে গান ধরেছে একটা শিকারি কোকিল-বাকি কোকিলদের মাতামাতি দেখছি না। কোকিল না ভিড়ে শিশুরা ভিড়ছে; শিশুদের দর্শন চিন্তা নেই বলে উজবুক ও আবেগিক। গাছে ওঠে, বাতাস খেলে। মাতাল বংশিবাদককে দেখলেও শিশুরা ভেরে-সাপ বেজির খেলাতেও শিশুরা ভেরে। কোকিলের গানের সুর-আহা! মজেছে তামাম দুনিয়া। অথচ অন্য সব কোকিলরা আসছে না। যারা শিকার হবে তারা কী শিকারিদের কালা কানুন জেনে ফেলেছে ইদানীং? মতিন ভাইদের চিনে ফেলেছে? আগে মতিন ভাইরে দেখলে কোকিলরা মধুর কণ্ঠে গান শোনাত-আগেভাগে উঠে পড়ত খাঁচায়। আর ব্যবসা নাইরে মতিন ভাই, আর ব্যবসা নাই আগের মতো। কোকিলরা তোমার ভ্রম্নকুটি ধরে ফেলেছে। তুমি কোকিলদের শিকার করে টাকায় বেচ। এই যুগে আগের মতো হুজুগে কোকিল আর নাই-