বৃষ্টিরসাথে পাহাড়ে বেড়াতে যাই

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

নবনিতা রুমু সিদ্দিকা
এমন মেঘের পাশে শুয়ে জীবনবোধ উপভোগ করি--শব্দহীন ডেকে ডেকে নীলচাঁদ। উড়ে যেতে ইচ্ছে করে মেঘময়ূরীর পেখম তুলে বাহারি রঙের বাতাসে। ফুলেরা আগুন চিনুক, ধুলোরা মেঘে বৃষ্টি-পরকীয় ধোঁয়া এই বীজ নদীর কাছে সময় ধার করে সংসারি ভদ্রতায় দুর্গম শিখরে বসে আমি দিব্যলয় মাপি অসীম আকাশের আমার জ্বরতপ্ত জীবন মেঘরক্তঋণ আর বিজলিপ্রভায় উজ্জ্বলছায়ায় আমি নগ্ন শিহরিত একা তরী নিয়ে পাহাড়ে ভেসে যাই পরিযায়ী দিনে- আজ রাত্রি আমার কাছে বীতশোকে নিজের কাছে ফিরে আসা-রাত্রি আমার কাছে স্মৃতির বৃন্দাবন ভ্রমণের সুখ এবং আয়ুর স্বেদবিন্দু গড়িয়ে গড়িয়ে আসা প্রদোষে প্রাকৃত গোপনবিহার-বহুদিনের জমানো অন্ধকার জয়ী পার হওয়া রুবিকন! বৃষ্টি আমার কাছে ভালোবাসার দূরকান্না-পাহাড়ে লুকোনো মদির রহস্যভরা গোপন অভিসার, স্ফটিকজলের প্রিজম অধরা রাতপরিষদ! বৃষ্টির কান্নাছন্দ মেখে মেখে এখন আমি পাহাড়ে বেড়াতে যাই!