গণিত জীবন

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ০০:০০

নুরুন্নাহার মুন্নি
কি দুর্দান্ত সত্য! একদিন সম্পূর্ণরূপে ভুলে যাবে জেনেও তোমায় মনে রাখি-- চোখের উনুনে, উৎকণ্ঠিত প্রমোদ যাপনে সমুদ্রের নগ্ন ঠোঁটে তোমার মুখের খাঁজ আঁকি আগলে রাখি অসংবৃত জীবনের পাতা বাকরুদ্ধ ভূমিহীন, বিশ্লেষণবিহীন ঢেউয়ের শ্লেষ্মা খুব গোপনে কেড়ে নেবে তোমার স্টেশনের ক্ষুধা পাতাদের বিশ্রাম, আলোর সান্নিধ্য শেষে ভুল অংকের মতো কাটি বারবার।