তুমি এক অবাক কাব্য

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সালাম সালেহ উদদীন
তোমার ঘোরলাগা করতলে আমার জ্বলজ্বলে ভাগ্যরেখা তুমি হাসলে আমি হেসে উঠি তুমি কাঁদলে আমার কান্না থামে না তোমার জমিনে গোলাপ ফোটে আমার জমিনে সুবাসিত স্নিগ্ধ-ভোর তোমার পথচলা মানেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে স্মৃতি-কাতর মায়াবী সবুজ গ্রামে আলোকবর্তিকা তুমি অনন্ত উজ্জ্বলতার বাহক আলোকিত পৃথিবী তোমার বন্দনায় মুখর অদৃশ্য রেখার সাথে তোমার মিতালি জেনে ঝরা পালকও বাহক হতে চায় শূন্যতার জীবনের জয়গান জয়ধ্বনি মানেই তুমি এ কথা ধ্বনিত হচ্ছে অসীম আকাশের ভাঁজে তোমার লাবণ্য ধারণ করেছে বলেই চাঁদ এত উজ্জ্বল আমার মন-শরীরে লেখা তুমি এক অবাক কাব্য