একদিন রবীন্দ্রনাথ এসেছিলেন আমার শহরে

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শাহীন রেজা
আমাদের শহরে একদিন রবীন্দ্রনাথ এসেছিলেন বরিশাল থেকে স্টিমারে হুলারহাট হয়ে পা রেখেছিলেন জনারণ্যে পথে অবশ্য ক্ষণিক দাঁড়িয়েছিলেন শহীদ ফয়েজুদ্দিনের সমাধির পাশে তারপর সাধনা পোলের উপর থেকে দৃষ্টি ছড়িয়ে খুঁজেছিলেন আহসান হাবীবকে, তাকে পড়ে শোনাতে চেয়েছিলেন বনলতা সেন; একদিন আগেই কীর্তনখোলার পাশে দাঁড়িয়ে যা তাঁকে শুনিয়েছিলেন স্বয়ং জীবনানন্দ দাশ শহর তখন যানবাহনহীন, নেই রিকশা নেই গাড়ি এমনকি কোনো মোটরসাইকেলও সমগ্র লোকালয় স্তব্ধ, সমস্ত মানুষ সদর রোডমুখী কবির সৌজন্যে টাউন হলে সেদিন মঞ্চস্থ হয়েছিল রক্তকরবী নন্দিনীরূপী শাহানা আকতারের লিপে ভেসেছিলেন ক্ষমা দাসগুপ্ত, তার সহঅভিনেতা শংকর সাঁওজাল জাদুর কাঠি নিয়ে রবিঠাকুরের চুলে ঢেউ তুলেছিলেন জুয়েল আইচ সবশেষে কবি এসে থমকে গিয়েছিলেন খেয়াঘাটে শহীদ মিনারের বেদিতে সেদিন শত রক্তজবা কবি তার মধ্যে খোঁজার চেষ্টা করেছিলেন বিধানের রক্ত আর ভাগীরথীর লজ্জাকে এরপর বলেশ্বর পেরিয়ে তার দীর্ঘ পা জোড়াসাঁকোর দিকে একদিন আমার শহরে রবীন্দ্রনাথ এসেছিলেন একদিন পিরোজপুর হয়েছিল কবির শহর।