শ্রাবণী বাড়ি ফিরে এসো

প্রকাশ | ২৮ জুলাই ২০২৩, ০০:০০

শাহীন মাহমুদ
১. বলা নেই কওয়া নেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ এখনি বৃষ্টি নামবে ঝুমবৃষ্টিতে ডুবে যাবে হৃদয়পুর ডুবে যাবে অলিন্দ লেনের নালা খন্দর তার আগে শ্রাবণী বাড়ি ফিরে এসো। ২. শ্রাবণ ঢুকেছে ঘরে অথচ বৃষ্টি নেই সেই নট-বৃক্ষতলে মহাদেবের পুষ্পিত চন্দন বনে কোথায় লুকিয়ে রেখেছে তোমাকে? বৃষ্টি ছল করে হলেও পালিয়ে এসো উপছে পড় আমার কার্নিশে জোড়ে জোড়ে কড়া নাড় পড়তে থাক রিমঝিম পড়তে থাক মুষলধারে ফিরে এসো বৃষ্টি এই শুকনো বনে প্রায় মৃত অলিন্দের হলদে ঘাসে রিমঝিম বৃষ্টি ফিরে আস শ্রাবণী ফিরে আস।