শিশির ভেজা মাঠে

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বিমল ভৌমিক
সেদিন চৈত্র মাস। আমার জন্মের ক'দিন আগে মনের উঠোন জুড়ে বাসন্তি সুবাসে সে এসেছিল মধ্যরাতে অন্ধকার কৃষ্ণা দ্বাদশীর নির্জন জীবনে সুগন্ধি কামিনী সহবাসে সে বাসর ভরে পত্রপুষ্পে। ফাল্গুন কুয়াশা ঢাকা জ্যোৎস্নার ধুসর আলো শুক্লাপক্ষের মাঠে শিশিরে ভেজে মটরশুঁটি লতা মুকুলিত কচিপাতা কিশলয় সাজে নববধূর সাজে চৈতন্যের স্নিগ্ধতায় বন্ধ সে ক্লান্ত হৃদয়ের দরজা। আমাকে ছুঁতে চায় ওর নিদারুণ পিপাসার্ত ওষ্ঠরা ও' আমাকে তবু কাছে টানে না বিরোহী কান্নায় জ্যোৎস্নালোকে পূর্ণতাহীন জীবন ঝরে পড়ে পৃথিবীর বুকে স্রোতস্বিনী নদীজলে সম্পর্কের গন্ধরা।