ফিরবো একদিন

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
নিজের কাছে ফিরবো বলে সেই কবে থেকে তাড়াহুড়া করছি, গুছিয়ে রাখছি সব। এতো এতো সম্পর্ক, কাজের দায় সবটা দু'হাতে সরিয়ে শুধুই নিজের জন্য বাঁচা, নিজের কাছে ফেরা নিজেকেই ভালোবেসে প্রজাপতি বিকেলটা দেয়া। একটা রাঙা ভোর, ঘুঘু ডাকা অলস দুপুর, পাখির ডানায় নামা সন্ধ্যা পূর্ণিমায় ভেসে যাওয়া রাতের পৃথিবী কতোকাল ডাকছে আমায়। আমি শুধু জড়াই তেল, নুন আর চালের দামে ঋণের বোঝা, অন্যের অবাধ্যতার দায় নানা সম্পর্কের মনোরঞ্জনে পার হয় সময়। নিজের কাছে ফেরা হয় না শৃঙ্খল জড়ায় পায় পায়। একদিন সবকিছু পিছু ফেলে হাজারটা শৃঙ্খল ভেঙে সম্পর্কের দায় অস্বীকার করে ঠিক ফিরবো শুধুই নিজের কাছে।