জোছনার নাকফুল
প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কামরুল আহসান
চেয়ে দেখো;
কুকুরের পদ লেহন করছে একদল অসহায় মানুষ।
লোনা জলে ক্রমশই ভিজে যাচ্ছে মৃত্তিকা শরীর
ঝুলে পড়া জিহ্বা লালায় ভিজে যাচ্ছে ঘাড়।
চেয়ে দেখো;
বিবর্ণ জীবনের ভ্রূণে বেড়ে উঠছে
আরেকটি বিবর্ণ জীবন।
আরও কিছু শাসন
আরও কিছু শোষণ
আরও কিছু চিৎকার
আরও কিছু অনাহার!
পাষন্ডের ক্রোমোজোমে বাড়ছে দানবের কোষ
আঁধারের ডেরায় ক্ষয়িত হয় জোছনার নাকফুল
তবুও জীবন তার গর্ভাশয়ে রাখে পরাগ রেণু।