স্বপ্ন ভাঙা ঘুম

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আবু হেনা মোস্তফা কামাল
আমি এত সহজে ঘুমাই না। মূলত আমি ঘুমাই-ই না। চোখ বন্ধ করে- ঘুমকে স্পর্শ করার চেষ্টা করি; স্বপ্ন খুঁজি। স্বপ্নের ভেতর তোমাকে খুঁজি।। খুঁজতে গিয়ে হারিয়ে ফেলি নিজেকে আবিষ্কার করি নিষিদ্ধ আড্ডায়- অচেতন পড়ে আছি; আমার স্বপ্ন ভেঙে যায় চোখ খুলতেই মেঝেতে ছড়ানো- কাঁচের টুকরো জ্বলজ্বল করে; সহস্র চেষ্টায়ও আর জোড়া লাগে না। আমার সব স্বপ্নই এভাবে ভেঙে দেয় নিনছাড়া এই ঘুম। আমি ওতো সহজে ঘুমাই না, মূলত আমি ঘুমাই-ই না। ঘুমালেই হারিয়ে ফেলি তোমায়, হারিয়ে যাই নিষিদ্ধ কোনো আড্ডায়।।