জীবনের মানচিত্র

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সাগর আহমেদ
কাঙ্ক্ষিত মৃতু্যতে বিভোর একজোড়া চোখ রাত্রির উৎসবে মৃতু্যরা করে আত্মহত্যা পৃথিবীর আকাশ যেন নীলে নীলে রূপান্তরিত অভিমানে দূরে সরে যায় নক্ষত্ররা। আমি বেদুইন রূপে হাঁটি পৃথিবীর সরল পথে সৃষ্টির থেকে নিভে যাই গভীর অন্তে। মিথ্যের মতো মৃতু্যতে জর্জরিত হই নিরন্তর অদৃশ্য আত্মার অস্তিত্ব অবিশ্বাস্য মনে হয়। যেহেতু মরে যাইনি- ভোরের স্নিগ্ধতায় চোখ খুলে দেখি মায়ারোদ্দুর হাসে অনাদৃত হাসি। মহা উলস্নাসে ক্রমশ বাড়ছে মৃতু্যর দূরত্ব নীরব নদীর স্রোতে ভাসে জীবনের মানচিত্র।