সব শক্তির আধার

প্রকাশ | ০৮ মার্চ ২০১৯, ০০:০০

আরিফ মঈনুদ্দীন
কে-একজন চেপে ধরে রাখে কলম আমি লিখতে লিখতে আনমনা স্বভাবে হঠাৎ দুলে ওঠে জগৎ, যেমন সাত মাত্রার রিখটার স্কেল- ভেতরের সব ওলটপালট, মস্তিষ্কের গিঁটে গিঁটে সুনামির টান কোন দিকে যাচ্ছি আমি পথ নির্দেশক আমার বিশ্বাসে তার স্পষ্ট ছায়া দেখে ঠিক করে দিয়েছেন কলমের গতি, তিল তিল করে জমানো প্রতীতি বিনয়ে বিগলিত হতে হতে মহানন্দে ঝুলে পড়ে নির্দেশকের রজ্জুতে দুজনের চোখাচোখি শেষে- প্রথম প্রণয়ে দল মেলেছে অদৃশ্য পদ্মের ঝাড় অতঃপর ঝাড় থেকে উঠে এসেছে কাগজ কলম \হউঠে এসেছে জলের কালি কলম চলছে তার আপন শক্তিতে যে আপন আমারও আপন সব শক্তির আধার একটি বিন্দুতে।