একটি ফুৎকার

প্রকাশ | ০৮ মার্চ ২০১৯, ০০:০০

সমর চক্রবর্তী
একটি ফুৎকারেই নিভে গেল মোমবাতি আর কোনো স্বপ্নই জ্বালবো না আকাশে- রৌদ্রের পোড়াদাগ নিয়ে একফালি সবুজ \হশুয়ে থাক ঘাসের অন্তরে পুরুষ চোখের পিপাসা বাতাসে ওড়ে \হতীর্যক সে ভাষা নারীমুখে ফেলে যায় ছায়া আকাশ নীলের মতো হৃদয় বিস্ময়-তার ছিপ হাতে তবু রোমাঞ্চিত বালকের বেদনা বসে থাকে \হমেঘের অর্গল খুলে চুপে চুপে নির্জন একা \হস্বপ্নের ঘাটে উচাটন মন তার খোদিত হয় জলের প্রস্তরে অজ্ঞাত বাগানে ছুরি হাতে ঘোরে অন্ধ বালক তবে কার খোঁজে যেন সে নিজেই তরবারি এক নিজেরই পশ্চাতে স্মৃতি-বিস্মৃতি যেন অপসৃয়মান এক ছায়া চন্দ্রগ্রহণে