যদি আর ভালোবাসা না পাই

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

স. ম. শামসুল আলম
যদি আর ভালোবাসা না পাই এই বৃক্ষকে বলে দেব তুমি গুনগুন করে গান কোরো আমার জন্য যদি আর ভালোবাসা না পাই এই দুরন্ত ঘাসগুলিকে বলব আমার ছায়া ধরে রেখো যতক্ষণ রৌদ্র থাকে আকাশে যদি আর ভালোবাসা না পাই এই আনমনা নদীকে অনেক দূরে যেতে বলে দেব যেখানে সে আমাকেই খুঁজে নেবে যদি আর ভালোবাসা না পাই এই ঘর এই সংসার এই সমাজ এই আদিখ্যেতা সবাইকে বলে দেব তোমাদের কাছে আমার কোনো চিহ্ন থাকে না যেন মুছে দিও সব ঋণ যদি আর ভালোবাসা না পাই আমাদের গ্রামের মিরধা ভাইয়ের মতো একখানা গামছা পরে লাঠি হাতে কুকুর তাড়াবো লোকে পাগল বললে বলুক তবুও উদোম হবো না যদি আর ভালোবাসা না পাই তুমিও অনেক দূরে চলে যেও নদীটির মতো যেখানে আমাকে কখনো পাবে না যদি আর ভালোবাসা না পাই আমি যেন আমাকেই খুঁজি মানিক হারালে মানুষ যেভাবে খোঁজে