মানুষ

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
না হয় ছুঁতে পারো আকাশ তুমি পদচিহ্ন রাখতে পারো হিমালয়ের চূড়ায়, না হয় জয় করেছ সুদূর চাঁদের দেশ \হপ্রকৃতিকে বল করেছ আপন ক্ষমতায়। তা বলে কি মানুষ হয়েছ? ভাঙতে পেরেছ 'মেয়ে মানুষের' দেয়াল? পাথরে ফুল ফোটাতে পারো মরুর শূন্য বুক ফসলে ভরে দিতে পারো বিশ্বকে দুমুঠোয় বন্দি করেও পারো না শুধু মানুষ হতে তুমি। তোমার আছে সৃষ্টির ক্ষমতা শুধু নেই একখন্ড মাংসপিন্ড যা অক্ষম, অথর্ব, অপদার্থ পুরুষকে প্রবল প্রতাপে দেয় মানুষের অধিকার।