অন্বেষণ

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

নাহিদ রোকসানা
জরাজীর্ণতা মুছে নতুন করে প্রকাশ করার সাজ সাজ রবে- ভরে উঠেছে প্রকৃতির গাছ-গাছালি। চিরি চিরি সবুজ পাতা ডালে ডালে কৃষ্ণচূড়া শিমূল ফুলের ঝরা লাল পাপড়ি। সিক্ত করে জড়িয়ে আছে মাটির বুক। বসন্ত এসেছে ভীরু পায়ে অনেকটা অজান্তে কর্মব্যস্ত মানুষেরা এই ফাগুনে কেন যেন নষ্টালজিয়ায়- আক্রান্ত। চারিদিকে- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি আমি কি ভুলিতে পারি?' উত্তাল বুকের সঞ্চালনে দেহ কেঁপে ওঠে ঋণ শোধ করার সময় এসেছে রফিক, সালাম, জব্বার, বরকত, বীর শহীদের রক্তের কাছে আমাদের ঋণ। বুলেটের শব্দ- বুকের তাজা রক্তে রঞ্জিত রাজপথ অসাড় দেহ লুটিয়ে মাটিতে। মায়ের বুক খালি করে চলে গেল ভাষা শহীদের প্রাণ। মা বাকরুদ্ধ সন্তান হারানোর বেদনা বুকে মা জননী মা হারিয়েছে আর কেউ কি তা হারিয়েছে পাথর চাপা বুকের দুই নয়নে মা চেয়ে থাকে সন্তানের আগমনের প্রতীক্ষায়।