হাঁটছি একপা-দুপা করে

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

রুদ্র সাহাদাৎ
রহস্যময় জীবন হাঁটছি একপা-দুপা করে গন্তব্যহীন হাঁটছি সকাল-বিকেল, দেখছি মানব রঙ্গমঞ্চ -প্রতিদিনই হাঁটি, নদীর মতোন ছুটেচলা- মানুষের ধর্মই বুঝি ছুটেচলা, ডান-বাম, উত্তর-দক্ষিণ-রাজপথে মানুষ, মেঠোপথে মানুষ... আগুনের পরশমনির নিকটবর্তী বাবুদীঘির পাড়ে এখনো হাঁটি সময়-অসময়।