বরফকাল

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
সাম্রাজ্য ও শাসনে-কত রক্তের দাগ। ভূখন্ড দখল ও আত্মস্থা করার জন্য কত হীনকৌশল, কত অভিনয়, কত পোশাক বদল, কত বেদনামিশ্রিত বিকার-শিকার শিকার খেলা! তাল ও খেজুরের রস গেঁজিয়ে মাদক তৈরি ও গ্রহণ, উন্নাসিক হয়ে ওঠে শাসকেরা, বার বার মানবিকতা নিয়ে যায় হিমাঙ্কের নিচে, বাবুই পাখিও তখন খেজুর গাছে বাসা বাঁধতে পারে না, বরফের নিচে আটকা পড়ে পিঁপড়েরাও! এমন পরিবেশে-বসন্ত তো দূরের কথা, বর্ষাকালও আসে না, সব ঋতু চাপা পড়ে, আসে শুধু বরফকাল!