জোসনা রাত

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

রাজীব হাসান
জোসনা রাত জেগে আছি উন্মুক্ত খোলা আকাশের নিচে একটু পর পর আকাশে দিকে চেয়ে চেয়ে তোমার প্রতিচ্ছবি দেখি আর নিজে নিজেই অট্টহাসিতে লুটিয়ে পড়ি ঘাসে। হঠাৎ মনটাও বিষণ্ন হয়ে গেছে জোসনার আলো বিলীয় হওয়ায় তোমার প্রতিচ্ছবিটা আর দূর আকাশে দেখি না দেখি না তোমার সে মায়াবী চোখ জোড়া এক পলকে মেঘের হাওয়ায় মিলিয়ে গেছে অন্ধকারে সব কিছুই।