নিরুপমা, যুদ্ধে যাচ্ছি

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

জহুরুল ইসলাম
নিরুপমা, যুদ্ধাস্ত্র হাতে নিয়েছি। শরীরটা ইস্পাতের মতো দন্ডায়মান, রক্তে বয়ে যাচ্ছে অগ্নু্যৎপাতের লাভা। ঈগল চোখে তাক করে আছি অস্ত্র। তুমি কি দেখেছ মৃতু্য উপত্যকা! দুধ চাটা শিশুর নিথর দেহ, অগণিত ঘোলাটে চোখ। ওটা গাজা নয়, পরিত্যক্ত বিদ্ধস্ত নগরী। অসহায় মানুষের ওপর শকুনের থাবা, নৃসংশতা- একটা পাখিও নেই সেখানে। ওখানে কোনো ফুল নেই, সবই অগ্নি ফুল। পৃথিবীর সব মানুষের বুকের উপর বোমা পড়ছে। পুড়ে যাচ্ছে ভিতর বাহির। কী করে চুপ থাকি বলো, নিরুপমা। আমার রক্ত জ্বলে যাচ্ছে। বরং ঢেলে দিয়ে আসি গাজা উপত্যকায়।