ফিলিস্তিন

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
বাতাসে উড়ছে রক্তাক্ত হিজাব উড়ছে গণকবরে দাফনের জন্য আনা লাশের কাফন শত শত অবুঝ শিশুর মৃতদেহ নিয়ে শিকড় উপড়ানো বৃক্ষের মতো আলুথালু বেশে অভুক্ত ফিলিস্তিনি মা'র কাটে প্রতিক্ষণ জীবিত যুবকদের শার্ট খুনে ভেজা \হদু'েেচাখে নীড় বুনে তপ্ত বুলেট প্রতিরোধের আগুন জ্বেলে কবর আলোকিত করছে নারী, পুরুষ, শিশু অকাতরে হত্যা ও বীভৎসতার স্তম্ভিত নীলাকাশ সমস্ত সত্ত্বা তার ভরা ঘৃণা ও ধিক্কারে কারা বলে মানবতা? কোথায় কোথায় আজ? বিশ্ব মোড়লদের চোখে দেখ পড়েছে ছানি তাদের বিবেকের নিভে গেছে আলো খাচ্ছে মগজের কোষ কুড়ে ঘূণ পোকা জানি বধির কর্ণে পৌঁছে না এ আর্তের চিৎকার শিউরে উঠেছে গোলাপ রেশমি চুলে তাই ঢেকেছে নয়ন কুসুম আর ফোটাবে না দৃঢ় প্রতিজ্ঞা তার বিরান বাগানে কি হাসা যায় বলো? মানবতার শত্রম্নর ফাঁসির দাবিতে ঘৃণার কামান দেগে দখলকারীর দিলে ধ্বংস ধ্বজা তাই উড়াও সবাই ঈমানের শক্তিতে বলীয়ান বীর নিশ্চিহ্ন করো তার অস্তিত্ব মিলে।