কাঁচাপাকা ধানের শীষে

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৩, ০০:০০

সোহেল রানা
কাঁচাপাকা ধানের শীষে মৌ মৌ গন্ধে দুলকি যায় আওলা বাতাস- এ আমার কৈশোরের উচ্ছ্বাস! আর তোমার চুলের মৌমিতা গন্ধে আমি যৌবনের ডুব সাঁতার পৌঁছে দেয় তারই রন্ধ্রে রন্ধ্রে! কাঁচাপাকা ধানের শীষে ফড়িং ওড়ে প্রজাপতি রং মাখে সারা আকাশে! পূর্ণিমা চাঁদ হাত বাড়িয়ে দেয় নবান্নে: ধুম পড়েছে 'পিঠাপার্বণ' নতুন ধানে। যদিও তুমি ছিলে কৈশোরের কাঙ্ক্ষিত চাঁদ- কাঁচাপাকা ধানের শীষে এখন নিজেই হচ্ছি আবাদ!