মৃতু্যকে জয় করা (ফিলিস্তিনি শিশুর স্বগতোক্তি)

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

আরিফ মঈনুদ্দীন
পরম সত্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছি সত্যের পিঠে চড়ে মর্ত্যলোকে পদার্পণ ঘটেছে আমার এই সত্যই আমাকে তাড়িয়ে এনেছে তোমাদের সমুখে এই সত্য-আমি তোমাদের অক্ষির গোচরে এও সত্য-আমার ভাই লাশ হয়ে পড়ে আছে \হযেই শয্যায় গমনে আমিও কাতারবন্দি এবং সত্যের দৃপ্ত উচ্চারণ- তুমিও ওই শয্যায় গমনে কাতারবন্দি শুধু সামান্য সময়ই ব্যাপার আমি মৃতু্যকে জয় করব বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছি তুমি দিগ্বিদিক জ্ঞানহীন অবিবেচক একটু চিন্তা করে দেখ-মেধা খাটাও তোমার মৃতু্যর দিন সমাগত-তারপর লাশ হবে \হপচেগলে ঝরে পড়বে মাটিতে পোকার উপদ্রবে হজম হবে পচনশীল দেহশকট এবং অত্যাচারী ক্ষমতাবান তুমি কতক্ষণ এখানে থাকবে তাও তুমি জান না-তবু ভুলে বসে আছ তুমিও যাবে-যাওয়ার জন্যই এসেছ আমরা দু'জনই যাব, পার্থক্য একটুও নেই- শুধু এটুকুই পার্থক্য- আমি যেমন জানি না তোমার প্রস্থানের সময় তুমিও তেমন জান না আমার বিদায়ের দিন তবে কেন এত বাহাদুরি এই চরাচর ধ্বংস হবে-অনিবার্য পতনই তার নিয়তি আমি সময়ের দিকে তাকিয়ে আছি দু'চোখের অশ্রম্নধারায় করুণাবর্ষণ শুধু তোমার প্রতি আমি কিন্তু মৃতু্যকে জয় করে ফেলেছি- সত্যকে স্বীকার করাই হলো মৃতু্যকে জয় করা।