পিরিচ থেকে পান করছি

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
আমি কখনো ভাগ্যটা গড়তে পারিনি কখনোই তা পারব না এখন আসলে এটা তেমন কিছু নয় কেননা যা হোক সুখী এ জীবন যতই এগিয়ে যাচ্ছি যাত্রায় যা বপন করেছি তারচেয়ে বহুগুণ বেশি দেখ তুলছি ফসল চায়ের পিরিচ থেকে পান করছি আমি উপচানো কাপটাতে নেমেছে যে ঢল অনেক বেশি সম্পদ নেই যে আমার কখনো টানাপড়েনে কাটে এই দিন তবে বন্ধু ও স্বজনদের ভালোবাসা পেয়ে মনে হয় রত্ন তো আমার অধীন আলস্নাহকে ধন্যবাদ দেই মনেপ্রাণে অপার করুণা তার পেয়েছি বলে পিরিচ থেকে পান করছি আমি উপচানো কাপটা ভরা টলটলে তিনিই আমাকে দেন শক্তি সাহস সুউচ্চ দুর্গম পথে বার বার আর কোনো করুণা, চাওয়া-পাওয়া নেই আমি যে পেয়েই গেছি দয়া বেশুমার নিজেকে নিয়েই যেন ব্যস্ত না থাকি সাহায্যের বাহুটা প্রসারিত করে অন্যের বোঝাটা যেন টেনে নেই যতটুকু সম্ভব নিজ হাতে ধরে পিরিচ থেকে সবাই পান করব তবে যখনই এই কাপটা উপচানো রবে।