নিসর্গ প্রপাত

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মুস্তফা হাবীব
তোমার বুকের ভেতর যে জায়গাটুকু আছে সেখানে কিসের আবাদ করছ তা জানাই আমার একমাত্র আরাধ্য খেয়াল। যদি বুঝতে পারি ওই ওখানে- মায়াবনে আমার কবিতারা থাকবে খুব শান সওগাতে তবে মানব না কোনো অদৃশ্য পিছুটান? লিপ্টের আট নম্বর সুইজ টিপে দাঁড়াব সটান অলখে কান পেতে দেব বুকের উদার জমিনে নদী যেমন কান পেতে দেয় সমুদ্রের কলেস্নালে। তোমার চপল- শিল্পরম দিগন্তে ভালোবেসে রেখে আসব জীবনের গোপন তত্ত্ব জীবনের বাইরে আরেক জীবনের নির্মাণকলা, দুটি পাখির মিলনে ঝরবে টুপটাপ নিসর্গ প্রপাত।