পরম চরম ত্যাগ

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

হাসান হাফিজ
সাধারণ সূর্য সে তো নয় রক্তসূর্য, স্বাধীনতা বলে ওকে ডাকি সে এক আশ্চর্য পাখি ডানায় রক্তের ছোপ সমুদ্র সমান কার? কার?? শহীদের। লাখো শহীদের। স্বাধীনতা পেতে এত রক্ত লেগেছিল। পতাকার লাল সূর্য তার তৃষ্ণা গভীর প্রচন্ড ছিল লাখ প্রাণ বলিদান ছাড়া ওই বৃত্ত সম্পূর্ণ ও সম্পন্ন হওয়ার মতো অধিকার, প্রত্যয় রাখে না তার স্পর্ধা, উড্ডীন থাকবার শক্তি কে কবে জোগান দেবে? কোত্থেকেই বা দেবে ওই রক্ত। কার? কার?? শহীদের। স্বাধীনতা-স্বপ্নিল-বিভোর। এই সোঁদা মৃত্তিকার সাহসী সন্তান সেই বীর শহীদের পরম চরম ত্যাগ সেই সঙ্গে মা-বোনের তিতিক্ষা সম্ভ্রম।