তবুও পথ

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

দুলাল সরকার
আকাশ ফুটে আছে আকাশের মতো দুর্মুখ মেঘ যদিও কখনো ঢেকে দেয় চাঁদ ও নক্ষত্র, অলৌকিকতার কথা বলে কখনো যদিও বা মানুষকে ভুলিয়ে দেয় জীবন অনেক বড় জীবনের সব সত্য, মুক্তির আকাঙ্ক্ষা বৃক্ষের উচ্চতা স্বপ্নকে বাধাগ্রস্ত করে, নদীও হারিয়ে স্রোত মুখ থুবড়ে বাকরুদ্ধ হয়, ভাঙে ডানা্ত্ত পাখিরা ওড়েনা, তবু পথ, পথের গ্রীবার টানে সে পথ তৈরি করে আলো অন্ধকার থেকে রক্তাক্ত মানুষ অগণিত উত্থানে জাগ্ত্তে- জানালা গলিয়ে পচা ডোবার দুর্গন্ধ হাসপাতালের ইমার্জেন্সি খোঁজে।