হরিণের বুক

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

শাহীন রেজা
বেদনা করেছি ভাগ; মাঝামাঝি সমান-সমান একভাগ আমার দখলে, বাকিটা তোমার জন্য সযত্নে তোলা যদি হয় কোনোদিন এতটুকু কোনো ফুরসত চেয়ে নিও প্রেম মানে বিরহ কেবল দুইজন একখাটে তবু যেন দুই দিকে মুখ বাজাতে সুখের বাঁশি বেজে ওঠে দিনের অসুখ ভালোবাসা হরিণের বুকধোয়া জল সেই জানে যার দেহ জুড়ে নামে বিরানের ঢল একদিন নীলসাদা হৃদয়ের খাম কখন দিয়েছি তুলে তুলতুলে কবুতর হাতে বুঝিনাই অধরার রাতে সেই রাতে ঘুমচাঁদে লেগেছে গ্রহণ ভালোবেসে সুখ নয় কিনেছি বেদনা আর কাঁটার গোলাপ নিয়তির দামে বেদনা করেছি ভাগ তুমিআমি আমিতুমি দুই ভাগ সমান-সমান ভালোবেসে এই হোক হৃদয়ের দান।