স্বপ্ন

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

নাহার ফরিদ খান
এক. সাজাই চিতায় দুঃখ কাহন ভালস্নাগেনার শব্দবাহন পুড়ে পুড়েও ছাই হলো না স্বপ্নগুলোর ঠাঁই হলো না ধিকিধিকি স্মৃতির মিনার মুখ থুবড়ে ইচ্ছে ডানার। দুই. স্বপ্ন এখন মেঘের বাড়ি রংচটা সুখ দিচ্ছে পাড়ি জীবনটাতো অনেক দামি নাইবা হলাম অনেক নামি সহজ সরল হোক না পথ নাই বা পেলাম স্বর্ণরথ। \হ