মায়ের চোখের কান্না

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

ইদ্রিস সরকার
তুমি আছো বলেই তো অনন্তকাল আমার বেঁচে থাকা তোমার এ হৃদয়ের অফুরন্ত ভালোবাসা নিয়ে আজো কালের চাকায় ঘুরে সত্য ও মিথ্যের সঙ্গে যুদ্ধ করে জীবনের কাছাকাছি থাকার মতো এখনো পৃথিবীতে তবুও তো মানুষের দুপুরের উত্তাপের তিক্ষ্নঠোঁটে হারায় জীবন কতো মাইল মাইল রাস্তা স্রোতধারা সোনালি শরীর চিরে কেড়ে নেয় অবৈধ এ দাঁতালেরা জীবনের সেসব রক্ষিত মৌলিক সুখ এবং শান্তি রূপালি তারার মতো আগত নতুনদের মুখ দেখে মনে হয় লোকালয়ে চৈতন্যের লোপঘটে অহর্নিশ নীড় ছেড়ে চলে যায় পাখ-পাখালিও দূর অজানায় রুধির প্রবাহে নিত্য সুখের অস্তিত্ব লীন দ্বীপদেশে কালক্রমে গড়ে ওঠা সভ্যতাও ঢেকে যায় কালোমেঘে তাই জননীর চোখে কান্না আর লোনাজলে বুকভাসে কেউ কী কখনো জানো মায়ের চোখের কান্না শেষ কবে!