এই ঘর

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

মামুন মুস্তাফা
এই ঘর, চারদিকে শূন্য রেখা কোথায় পাঁচ আঙুলে দিগন্তে ওড়ানো টানটান উত্তেজনা? জন্মের ব্যবধান কেবলি শূন্যতা! এই ঘর, গোছগাছ পরমায়ু নিয়ে নির্লিপ্ত এখন, সন্তানের শিয়রে ওই নিদ্রাস্বপ্ন : বিহান ঘুম...জঠরের জ্বালা...যখমসূত্র... এভাবেই বেড়ে ওঠে বারবেলা- দূর প্রতীক্ষায় জাগে ভবিতব্য; সোনালি নৃত্যের অন্যযাত্রা সুতো ছেঁড়া হাওয়া ঘুড়ি এবার গন্তব্য চায়। এই ঘর, তবু বেঁচে থাকে বন্য গোলাপের সুগন্ধি নিয়ে বেড়ে ওঠে বুকের কপাট- তাকে প্রচ্ছন্ন করে শিরাউপশিারার উজ্জ্বল স্মৃতি, তবু এই ঘর! হেঁসেলের আগুন আজ ম্রিয়মান...