অন্যরকম সনেট

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

আইউব সৈয়দ
চৈত্রও বসন খুলে- রোদের শ্রমিক সেজে, মিছিলে মেতে ওঠে অই। স্বপক্ষে সুযোগ পেয়ে ধ্যান ভাঙা প্রহরে গড়ায়। নিজ পূর্ণতার জন্য পরিচয়পত্র ঘাড়ে ঝুলিয়ে দিগন্তের মাঠেই ঘুরে ; শোনা যায় অনর্গল খুনসুটি করে ঋতুর ভ্রু কাঁপা দীর্ঘ ভ্রমণে জড়ায়। নিউট্রন যুগের সকল রুমঝুম পেখম ছোঁয়ানো ছন্দে বদলিয়ে দেয় গতিপথ ্ত ঝলকে যে উপমা ছড়ায়। তরঙ্গকণা শব্দের তাজা বিস্ময়ের মতো প্যারাগ্রাফে এগোয়, উৎপ্রেক্ষাও যে সম্মানিত চারিদিকে ; ঘরকুনো নয় ভবঘুরে বটে ্ত চৈত্রের যত বড়াই।