স্বাধীনতা তুমি

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

গুলশান-ই ইয়াসমিন
স্বাধীনতা তুমি- আমার মায়ের- ঘুম পাড়ানি নাক আসবে বলে- মার্চের হাওয়ায়- মায়ের অভিমান-। দে-দোলা দে-ছেলে- আকাশে বাতাসে গাইছে মা যখন বর্গী এলো কোমর বেঁধে ঘুম ভাঙাতে তখন সন্তানদের ঘুম ভেঙে যায় যুদ্ধ ক্ষেত্রের আগে যুদ্ধ শেষে- পাক সেনারা ভাগে।