আগুনলিপি

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

লতিফ জোয়ার্দার
কত বীভৎস স্পর্শ ফিরিয়ে দিয়েছি চতুরতা ভেবে মরণ চিতায় জ্বলে ওঠা আগুনে ভস্ম হোক এ দেহ। সব ভনিতা রেখে একদিন বুকের দহন দিয়ে লিখেছিলাম আগুনলিপি। কেতাবের পাতায় পাতায় যতই পড়ি শুদ্ধতার বাণী। একদিন সব অন্ধকার আলোকিত করে ঋণখেলাপির মতো পালিয়ে যাব, দূরে বহুদূরে। তখনও কী আমাকে ফেরাবে তুমি আবার আমার অপেক্ষায় সময় ভেঙে দ্রতগামী ট্রেন স্টেশন মাড়িয়ে যাবে। সবুজ সিগনাল বাতি হারিয়ে যাবে। সকল চতুরতায় আবার আমাকে খুঁজবে তুমি বিবর্ণ অন্ধকারে।