ছোট্ট ইচ্ছে

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

ফারুক মাহমুদ
হাত পেতে কষ্ট নেওয়া, কষ্ট পুড়ে খঁাক কষ্টগুলো দুঃখ চেনে, দুঃখ ছুঁয়ে থাক কিছু কষ্ট ঊধ্বর্মুখী, নিম্নমুখী কিছু প্রেমেপড়া কষ্টগুলো থাকে অগ্র-পিছু ঝরেপড়া কষ্টগুলো অগ্নিছড়া অঁাকে দুঃখ-কষ্ট একত্রিত, জন্ম ছুঁয়ে থাকে ও জন্ম, কোথায় ছিলি, মৃত্যু ছিল কাছে কঁাটা এবং পুষ্পআলোÑএকটি ছায়া গাছে শত শূন্য ভরে আছে, মুঠো ভরা ছাই জগতে আনন্দযজ্ঞে দীঘর্ লিখতে চাই