কবে

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
মেঘেরা দঁাড়িয়ে আছে নিঃসঙ্গতায় পথচলার প্রতিধাপে আকাশের বৈরী আচরণে অঝোরে কঁাদে একটানা এবং ছাড়াছাড়ি হয় তাদের নিচের মাটি তাকে অণুপ্রাণিত করে তখনি সে নূপুর বাজিয়ে নাচে সব বাধা ডিঙেয়ে যায় অবিরাম নদী হতে বলে ঝড়ের বাতাসকে সে সাথে নিয়ে হঁাটে তুমি ও আমাকে নিয়ে নদী হতে হাত ধরে পাতালে নেবে যাবে কবে এখনো বসে আছি সেই প্রত্যাশায়