সবচেয়ে সুন্দর

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

মেহেদী ইকবাল
মানুষের হাসি দেখার আশায় নেমে এসেছি পথে পথে পথে মানুষের ভিড়, প্রিয়জনের সান্নিধ্য পেয়ে প্রত্যেকের হাসি হাসি মুখ! ওরা ভুলে গেছে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন বাসে গাদাগাদি, উপচেপড়া লঞ্চের ছাদ! পথে ঘাটে খানা খন্দ, মালিকের রক্ত চাহনী, কান্না আর ঘামে ভেজা বছরের প্রতিটি দিন! এই একটি মাত্র দিন ওরা প্রাণখুলে হাসবে বলে সারাবছর অপেক্ষায় ছিল! আমি অনেক সুন্দর দৃশ্য দেখেছি দেখেছি কক্সবাজারে সমুদ্রের ঢেউ, ইয়াল্টা, মাকাব্সের পরিচ্ছন্ন বিচ! আমি দেখেছি লাউচাপড়া, গজনী, মধুটিলার পাহাড় সবুজ বৃক্ষরাজি। আমি শুনেছি জলের কল্লোল ধ্বনি যমুনা, ব্রহ্মপুত্রের বিরতিহীন বয়ে চলা! আমি শুনেছি নাম না জানা পাখিদের গান দিগন্তে মালা গেঁথে পরিযায়ী পাখিদের উড়ে চলা! তবে এইসব সুন্দর দৃশ্যের চে’ সবচে’ সুন্দর হলো মানুষের হাসিভরা মুখ! যা একটি বছর শেষে দেখা যায় এই দিনে!