বয়ঃসন্ধি কদম

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

আইউব সৈয়দ
খুব শোনা যাচ্ছে প্রমিত শ্রাবণে কদম নিতে প্রেমপরা মেয়েরা আসবে। তাই শুদ্ধ সবুজে রচিত লিরিক ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে, স্বপ্নের রিমঝিম জানালায় উঁকি দিয়ে আত্মস্থ করছে সমূহ কাতরতা, অকল্পনীয় নিমগ্নতা ঝুঁকে যাচ্ছে দোলনে, আর প্রকৃতির কিছু মিত্রতা সভ্যতার সংলাপে ফিরে তাকাচ্ছে শিল্পভাষ্যে। পযের্বক্ষণের অনন্যসারথি উৎসবের চেতনাতে দিগি¦দিক; নানামাত্রিক অনুশাসন ফেলে দিয়ে আত্মানুসন্ধানে জানতে চাচ্ছে প্রণয়দীপ্ত চোখের ডাকনাম। অভিযোগহীন নিঃশ্বাসে, ডান-বামের আখ্যানে রপ্ত করছে ঋতুপুরাণের মুখরতা। প্রেমপরা মেয়েরা এলে বয়ঃসন্ধি কদম বৃষ্টিপ্রবণ বিস্ময়ে গেয়ে উঠবে, ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো...