ক্ষমা করে দিও (নিযাির্তত রোহিঙ্গা জনগোষ্ঠীর স্মরণে)

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

মাজেদুল হক
রক্তগঙ্গায় ভেসে যাচ্ছে আমার স্বজন-পরিজন ভেসে যাচ্ছে নিষ্পাপ মানব শিশু ভেসে যাচ্ছে ববর্রতায় তাড়া খাওয়া নর-নারীর লাশ ভেস্তে গেছে আমাদের বিবেক, মানবিকতা, মনুষ্যত্ব। অবোধ বালকের মতো শুধু হা করে কঁাদতে দেখেছি গলিত লাশের গন্ধে আরাকানের আকাশ। কঁাদতে দেখেছি শোকাতর্ নাফ নদী, ক্রন্দনরত ক্ষুধাতর্ শিশু দেখেছি বমিের্সনার অত্যাচারে লাঞ্ছিত, উদ্বাস্তদের হাহাকার দেখেছি রক্তাক্ত ক্ষতবিক্ষত অত্যাচারিত মানুষের আতর্নাদ দেখেছি শরীর থেকে পুড়ে যাওয়া মাংস আর নিঃসৃত আগুন দেখেছি অমানবিক হিংস্রতায় শিকার হওয়া বাস্তব চিত্র দেখেছি অশ্রæভেজা পথে সারিবদ্ধ লাশের দীঘর্ মিছিল দেখেছি সভ্যতার করকমূলে বেদনা বিধুর ঘৃণিত দৃশ্য দেখেছি ধষির্তা রমনীগুলোর আত্মবিলাপ দেখেছি কান্নাভেজা চোখগুলোর জলছাপ।