সঞ্চয়

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

সমীর আহমেদ
আমি ঘুমিয়ে পড়ি শূন্যতার নিবিড় চাদরে, জেগে থাকে আমার সীমাহীন অপ্রাপ্তির অন্তগর্ত অঁাধার নিজেকে হারিয়ে ফেলেছি কোথায় Ñ জানি না। চারপাশে শুধু আকাক্সক্ষার মমি। দুঃখগুলো খুচরা পয়সার মতোন প্রতিদিন জমা হয় দীঘর্শ্বাসের ব্যাংকে।