জেনেছি তাকে

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

এলিজা খাতুন
দুঃখের ক্ষণে যে মুখ দোলে অন্তর-ব্যপ্ত-স্রোতে বিক্ষত প্রাণের সে’ই তো সহায় বুকের বন্ধ-ঘরে বেলা চলে যায়Ñ ও মুখখানি দেখার খেলায়; এমনি তাকে চিনেছিÑ যেদিন এসেছে নীরব-সহজে- হৃদয়ে ঝরেছে বিন্দু বিন্দু শিশির ঝরা স্বরে ব্যথারা সব লুটিয়ে পড়ে প্রণয়-মোহরের আলোক-দ্বারে প্রহরে প্রহরে জেনেছি, আমি জেনেছি তাকে,- ‘ভোর’ সে; রেখে গেছে অনুধ্যানের পদচিহ্ন আমার চিন্তাশিরে