হাওরাঞ্চল

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

ইবনে সালেহ মুনতাসির
এই হাওরাঞ্চলই আমার জন্মভ‚মি হাওর বঁাওড় জলাশয়। হৃদয় নাড়ে দশাসই, নদ নদী জলা। রূপ সাহিত্যের নালা খাল বিল জলা, রূপসী মাছের খেলা। বন বাদাড় ঝোপ ঝাড় প্রকৃতির রূপের পাহাড়। চঁাদনি রাতের শশি, রুপালি চঁাদের হাসি। খোলা মাঠ ঘাট প্রান্তর পাবে একটু অন্তর। সাদাকালো মেঘের ভেলা, ভেসে যায় সারাবেলা। সবুজ ফসলের রাশি সোনালি ধানের হাসি। ধু-ধু খেলার মাঠ, মেঠো পথ ঘাট। মাছরাঙা পানকৌড়ির ডুব আমার ভালোলাগে খুব। অমাবস্যার অন্ধকার রাতে, জোনাকি পোকার বাতি জ্বলে। হাওরের আলো বাতাস সোনার চেয়ে সরস। হাওরের মাটি অঙ্গে মাখা, নোয়ায় আমার মাথা। বুনোহঁাসের ডাক শিকার করে দঁাড়কাক। জলমহালের মাছ রাশি, অথর্কড়ির হাসি। সন্ধ্যায় বলাকার ঝঁাক, ডানা মেলে নেই কোন ফঁাক। মাছরাঙা পানকৌড়ির মাছ শিকার গাংচিল কাকের বাজার। আকাশে মেঘের ভেলা, জলাশয়ে ব্যাঙের ডাক, চলে খেলা। শিকারি কোড়ার নাচ গাছে গাছে বুলবুলি ঘুঘু, ডাহুক পাখির শব্দ লঘু।