জীবনের স্বরলিপি

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

মুস্তফা হাবীব
নদীজলে রোজ সাঁতার দিলেও দেখা হয়না নদীর রূপ রূপ দেখতে হলে ডাঙায় দাঁড়িয়ে মেলতে হয় চোখ তখন ভেসে যাওয়া কচুরিপানা, ছুটেচলা পানসি নৌকো কিংবা মালবাহী জাহাজগুলোও হয়ে ওঠে লাবণ্যময়। নারী যতই অনিন্দ্য রূপসি হোক না কেনো কাছ থেকে সেই রূপের মহিমা কাউকে অবাক করেনা অথচ একটু দূর থেকে দেখলে মনে হবে ভরা যৌবনা ক্লিওপেট্রা, মেডোনা কিংবা মেরিলিন মনেরো। কোনো কিছু চাওয়ার দোলায় শিহরণ অন্যরকম, পাওয়ার মধ্যে সুখের প্রজাপতিরা মরে যায় সহসাই হালখাতা ছাড়াই মানুষ মিলাতে চায় পথের লেনদেন সেখানে সুখ সৌকর্য থাকে না, থাকে না শিল্পের ছোঁয়া। মানুষ দ্রম্নত চায় হাতের মুঠোয় প্রত্যাশার ফুলকলি ছিঁড়তে চায় অনাদরে দল বৃত্ত কেশরসমগ্র ছুড়ে ফেলতে চায় ডাস্টবিনে অপেক্ষার দিনলিপি। অবশেষে বিষণ্ন্নতায়- ধুসরতায় আঁকে জীবনের স্বরলিপি।