অচ্ছুত কর্মফল

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

তুহীন বিশ্বাস
চিকুর গন্ধ ছড়ায় শিরা-উপশিরায়; স্নায়ুতন্ত্র উত্তপ্ত নির্গত গরম শ্বাসে হৃদপিন্ড ধুকপুকানির নির্ঘুম রাত, তবুও ষোড়শীর চিবুক নিষ্প্রভ। কণ্টকাকীর্ণ পথে হেঁটে চলে যৌবন; গতিপথ পরিবর্তিত হয় বারংবার অলিখিত চুক্তিবদ্ধ জীবনের সঙ্গে, ক্লান্ত শরীর নেতিয়ে পড়ে সুবহে সাদিকে। সাধু সাবধান... অনিয়ন্ত্রিত সমাজের একজন তুমিও অচ্ছুত ওই কর্মফলে সংযুক্ত আমিও।